দেশজুড়ে

৭৫ পরবর্তীতে আ.লীগের নিশানা মুছে দেয়ার চেষ্টা হয়েছে

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল­াত মুন্না বলেছেন, ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেয়ার চেষ্টা করা হয়েছে। ওই সময় কিছু কিছু এলাকায় আওয়ামী লীগের নাম পর্যন্ত নিতে সাহস পেতো না কেউ। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কমান্ডার গাজী আবু তাহের মাস্টারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন মরহুম আব্দুল হামিদ সরকারের সহধর্মিণী ও সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মিস্ত্রি প্রমুখ। এআরএ/পিআর