দেশজুড়ে

জামালপুরে ই-নকশীকাঁথা ওয়েবসাইটের উদ্বোধন

জামালপুরের ঐতিহ্যবাহী হস্তশিল্পজাত কাপড়ের পণ্য সামগ্রী ডিজিটাল বাজারের আওতাভুক্ত করতে ই-নকশীকাঁথা নামের ওয়েব সাইটের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ওয়েব সাইটের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে হস্তশিল্পজাত কাপড়ের পণ্য সামগ্রীর ই-কমার্স ওয়েবসাইটের (e-nakshikantha.com.bd) উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: শাহাবুদ্দিন খান।এ সময় বক্তব্য দেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সৈয়দ আতিকুর রহমান ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস ছালাম, চেম্বার নেতা ইকরামুল হক নবীণ, জাকির হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, হস্তশিল্প উদ্যোক্তা শাহিনুর রহমান, শামীমা খান প্রমুখ।বক্তারা বলেন, ঐতিহ্যবাহী হস্তশিল্পজাত পণ্য জামালপুরকে দেশ ও দেশের বাইরে আলাদাভাবে পরিচিতি পেয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে পণ্যে ডিজিটাল বাজার প্রবেশ করায় এই পণ্যের প্রচার এবং বাজার দু’টোই বৃদ্ধি পাবে। শুভ্র মেহেদী/এএম/এমএস