সব বাধা বিপত্তি পেরিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ বাস্তবায়নে সরকারি নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নির্দেশনায় বৈধভাবে বসবাসের আবেদন ফি ও আবেদনের নিয়মকানুন সার্কুলার হিসেবে প্রকাশ করা হয়েছে। এর ফলে, যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীন প্রায় এক লাখ বাংলাদেশী এই নির্বাহী আদেশের আওতায় বৈধভাবে থাকা ও কাজের সুযোগ পাবেন।প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রে সিটিজেন ও গ্রীণকার্ডধারী সন্তানের বৈধ কাগজপত্রহীন বাবা-মা`দের বহিষ্কারাদেশ বাতিল করেন। তাদেরকে বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দিতে প্রয়োগ করেন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ।কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এই নির্বাহী আদেশের বিরুদ্ধে সংশোধনী পাস করে। এর প্রেক্ষিতে গত রোববার প্রেসিডেন্ট ওবামা আবারও ইমিগ্রেন্ট বিরোধী রিপাবলিকানদের বিলের বিরুদ্ধে ভেটো দেয়ার হুমকি দেন।এর আগে স্টেট অব ইউনিয়ন ভাষণে ওবামা বলেন, সংশোধনীটি সিনেটে পাশ হলে তিনি ভেটো দেবেন। আশা নিরাশার দোলাচলে প্রায় অর্ধকোটি মানুষের হতাশা কাটিয়ে অবশেষে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নির্বাহী আদেশ কার্যকর করতে রোববারই সার্কুলার প্রকাশ করে।এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ক আইনজীবী নাজমুল আলম বলেন, নির্বাহী আদেশ নিয়ে সব ধরণের অনিশ্চয়তা কেটে গেছে। কংগ্রেসের হাউজ ফরেন রিলেশনস কমিটির অন্যতম সদস্য কংগ্রেসওমেন গ্রেস মেংও আশার বাণী শোনান।এআরএস/পিআর