ইউরোর দুর্বল মানের কারণে ধীরগতিতেই বছর শুরু করেছে ইউরোপের উৎপাদন খাত। জানুয়ারিতে এ অঞ্চলের ক্রয় ব্যবস্থাপনা সূচক ছিলো ৫১ শতাংশ।মূলত মুদ্রানীতি প্রণয়ন না করার কারণেই জার্মানিসহ এ অঞ্চলের অন্য দেশগুলো মুদ্রা সংকোচন থেকে বেরিয়ে আসতে পারছে না। আর এ কারণেই কমছে রফতানি আদেশ এবং উৎপাদন খাতের কার্যক্রম। বাড়ছে আমদানি ব্যয়ও। রফতানি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে ইউরোপের পাওয়ার হাউজ জার্মানি।তবে সম্প্রতি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক কয়েক`শ কোটি ডলারের বন্ড কেনার যে কর্মসূচী ঘোষণা দিয়েছে, তা শুরু হলে এ অঞ্চলের অর্থনীতি ঘুর দাঁড়াবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের।এআরএস/এমএস