দেশজুড়ে

পরিবারের প্রতি অভিমান করে বাড়ি ছেড়েছে ওরা

ঢাকায় নিখোঁজ চার কিশোরকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হিলি পৌরশহরের চার মাথা হতে তাদের উদ্ধার করে পুলিশ।উদ্ধার হওয়া কিশোররা হলো, ইউসুব হোসেন আরাফত (১৬), ইশতিয়াক হোসেন শান্ত (১৫), মো. আব্দুল কাইয়ুম ওরফে ইয়াসিন (১৫) ও মো. রবিউল ইসলাম সাগর (১৭)। ইউসুব হোসেন আরাফত রাজধানীর মীরপুর-১২ ডি এলাকার মো. মাহামুদুল হাসানের ছেলে। ইশতিয়াক হোসেন শান্ত এবং  মো. আব্দুল কাইয়ুম ওরফে ইয়াসিন একই এলাকার মো. কামাল হোসেনের ছেলে। মো. রবিউল ইসলাম সাগর একই এলাকার মিরপুর-৭ রোড নম্বর-১ পল্লবী এলাকার মো. বাবুল শেখের ছেলে।হাকিমপুর থানা পুলিশের ওসি মো. আব্দুস সবুর জানান, চার শিশু পরিবারের প্রতি অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে। এরপর তার ট্রেনে উঠে উঠে। ট্রেনে এক অজ্ঞাতনামা ব্যক্তি তাদেরকে ভারতে কাজ দিবে বলে প্রথমে লালমনিরহাট সীমান্তে নিয়ে যায়। কিন্তু লামনিরহাট সীমান্ত দিয়ে ভারতে যেতে না পেরে দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে তাদের নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি হাকিমপুর পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া শিশুদের বাবা-মা ও আত্মীয় স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়।এমদাদ/এমএএস/পিআর