নাটোরের হালসায় দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দোকানের সিন্দুকসহ বেশ কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা এবং জেলার বাইরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, বুধবার রাতে নাটোর সদর উপজেলার হালসা বাজারে মৌসুমী এবং জবেদা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা স্বর্ণালংকারসহ মোট ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ সময় বাজারের নৈশ প্রহরীরা বাধা দিতে গেলে দুই নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে মৌসুমী জুয়েলার্সের মালিক মজিদ শাহ ১১ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি ডাকাতির মামলা করেন। পরে থানা পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।রেজাউল করিম রেজা/এসএস/এমএস