শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিস সহকারী রুহুল আমিনকে (৩৫) ঘুষসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুরে রুহুল অামিনের কর্মস্থল ভূমি অফিস থেকে ২০ হাজার টাকা ঘুষসহ তাকে আটক করা হয়। এছাড়াও তার কাছ থেকে নগদ ৪৯ হাজার ৩১৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে দুদকের বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসে দুদকের টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের বিভাগীয় পরিচালক নাসির আনোয়ার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।হাকিম বাবুল/এফএ/এবিএস