দেশজুড়ে

রানা প্লাজায় নিহতের স্ত্রীকে টাকা দিল ব্র্যাক

রানা প্লাজায় নিহত দিনাজপুর জেলার পার্বতীপুরের মাহামুদ হাসানের স্ত্রী সোফিয়া বেগমকে এক লক্ষ লাখ টাকা প্রদান করলো ব্র্যাক।পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউপির চকমুন্সা গ্রামের মাহামুদ হাসান ঢাকার রানা প্লাজার দুর্ঘটনায় নিহত হয়। এঘটনায় পার্বতীপুর ব্র্যাক শাখা ম্যানেজার আফজাল হোসেন বৃহস্পতিবার দুপুরে নিহতের স্ত্রী সোফিয়া বেগমকে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন।ইতোপূর্বেও পার্বতীপুর ব্র্যাক ২৩ হাজার ৫শ টাকা মূল্যের ২টি গরু কিনে নিহতের স্ত্রীকে হস্তান্তর করেন। এমএএস/আরআই