দেশজুড়ে

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও এলাকা থেকে ভারতীয় মদসহ জামাল উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। জামাল উদ্দিন নাকুগাঁও গ্রামের ইন্তাজ আলীর ছেলে।নালিতাবাড়ী থানার উপপরির্দশক (এসআই) নজরুল ইসলাম জানান, উপজেলার ভারত সীমান্তঘেঁষা গ্রাম নাকুগাঁও এলাকায় দীর্ঘদিন যাবত জামাল উদ্দিন ভারতীয় মদ বিক্রি করে আসছেন বলে অভিযোগ ছিল।সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তার বাড়িতে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় তার ধানের মাচা থেকে ৩৮ বোতল ভারতীয় ইমপেরিয়াল ব্যান্ডের মদ উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করা হয়।থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, আটক জালাল উদ্দিনের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।হাকিম বাবুল/বিএ