দেশজুড়ে

নকলায় আ.লীগ নেতা খুন

শেরপুরের নকলায় পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। বুধবার সকাল নয়টার দিকে নকলার চরঅস্টাধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদুল আলম (৪৫) নকলার চরঅস্টাধর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চরভাবনা গ্রামের আব্দুস সোবাহন মিয়ার ছেলে।নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরভাবনা গ্রামের আওয়ামী লীগ নেতা খোরশেদুল আলমের মেয়ে বাড়ির পাশের একটি মুদি দোকান চালান। সেই দোকানে পাশের চরনিয়ামতপুর গ্রামের আব্দুল খানের ছেলে ময়না মিয়ার (২২) কাছে ১৮০ টাকা পাওনা ছিলো। এ পাওনা টাকার জন্য খোরশেদুল আলম বুধবার সকালে ময়না মিয়াকে তাগাদা দিলে দুজনের মাঝে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে ময়না মিয়া পকেট থেকে চাকু বের করে খোরশেদুল আলমের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই খোরশেদুল আলমের মৃত্যু ঘটে। ঘটনার পরপরই ময়না মিয়া পালিয়ে যায়।তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।হাকিম বাবুল/এফএ/এমএস