রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে তিনতলা ভবন কাপ্তাই হ্রদে ধসে পড়ার ঘটনায় বাড়ির মালিক নঈম উদ্দিন টিটুর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসাইনকে আহ্বায়ক করে মঙ্গলবার রাতে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে কাপ্তাই লেকের ১১০ ফুট উপর লেভেলে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবন, ইমারত ও স্থাপনার তালিকা করার জন্য পৌরসভাকে নির্দেশ দেয়া হয়েছে।কমিটির অন্য দুই সদস্য হলেন, রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকমল চাকমা ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিক উল্ল্যাহ। এদিকে ঘটনার রাতেই ইমারত নির্মাণ আইনে নিহত গাড়িচালক জাহিদুল ইসলামের ভাই লিটন মিয়া বাদী হয়ে রাঙামাটি থানায় একটি মামলা দায়ের করেন।এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মহিলা কলেজ সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহতরা হলেন, নিহতরা হলেন- মো. জাহিদ ড্রাইভার (৪০) ও তার মেয়ে পিংকি আক্তার (১৩), উম্মে হাবিবা (২২), সাজেদুল (১০) এবং সামাদুল (৭)। নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান শেষ হয় বলে জানান নৌবাহিনীর লে. কমান্ডার রায়হান। জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, ভবন ধসের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ঘটনায় নিহতদের পরিবারদের নগদ ২০ হাজার টাকাসহ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস