সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চ এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু রেজাউল ও আলামিন বাহিনী। বুধবার দস্যুদের কাছ থেকে ফিরে আসা জেলেরা বিষয়টি নিশ্চিত করে।ফিরে আসা জেলে আজিবার গাজী ও সিদ্দিক গাজী জানান, ৩০ সেপ্টেম্বর রায়মঙ্গল নদীতে মাছ ধরাকালে বনদস্যু রেজাউল ও আলামিন বাহিনীর সদস্যরা নৌকা প্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতের মধ্যে রয়েছে কালিঞ্চি এলাকার নুরালী গাজীর ছেলে হাফিজুর রহমান, সাদেক গাজীর ছেলে রবিউল গাজী, আমজাদ গাজী, ঈমান আলীসহ বিভিন্ন এলাকার ১২ জন। তারা আরো জানান, রায়মঙ্গল নদীর তালপট্টি, ঘুরের দুনে, কুমড়োখালী ও বাচা তালপট্টি এলাকা এদের অপহরণ করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শোয়েব খান জাগো নিউজকে বলেন, বিষয়টি তার জানা নেই। আকরামুল ইসলাম/এসএস/আরআইপি