দেশজুড়ে

ঝিনাইদহে জামায়াতের তিন রোকনসহ গ্রেফতার ৫

ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াতের তিন রোকন ও দুই সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, জামায়াতের রোকন কোটচাঁদপুর উপজেলার কবিরখালী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে উসমান গনি (৬০), কোটচাঁদপুর বাজার পাড়া এলাকার মৃত মঈদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০), জালালপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শাহ আলম (৪৯), একই গ্রামের মুরাদ আলীর ছেলে জামায়াতের সদস্য শমসের আলী (৩৪) এবং ধোপাবিলা গ্রামের দরবেশ আলীর ছেলে হাসানুজ্জামান (৩৮)। কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার দোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় জামায়াতের তিনজন রোকন ও দুইজন সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আহম্মেদ কবীর হোসেন। আহমেদ নাসিম আনসারী/এএম/এবিএস