দেশজুড়ে

পাটকেলঘাটায় স্বর্ণ চোরাকারবারি আটক

সাতক্ষীরার পাটকেলঘাটায় থেকে স্বর্ণ চোরাকারবারি বিপ্লব চ্যাটার্জীকে (৪৫) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেনপুর বাজার থেকে তাকে আটক করা হয়।আটক বিপ্লব চ্যাটার্জী বাগেরহাটের ভাটপাড়া গ্রামের সুধীর রজ্ঞন চ্যাটার্জীর ছেলে।পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হাসান জাগো নিউজকে জানান, সেনপাড়া এলাকায় তার গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। তার কাছে দুইটি সোনার বার আছে বলে ওই যুবক স্বীকার করেন। কিন্তু সে বার দুইটি কোথায় বা কার কাছে দিয়েছে সেটি এখনো স্বীকার করেনি। সোনার বার দুইটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তাছাড়া পাটকেলঘাটা এলাকায় যারা এ স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।আকরামুল ইসলাম/এআরএ/এমএস