রাজনীতি

তারেকের ইশারায় মানুষ হত্যা করছেন খালেদা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ইশারাতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষ পুড়িয়ে হত্যা করছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হাজী আবদুল জলিল হাই স্কুল মাঠে আয়োজিত সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ ও জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের গণ সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।খাদ্যমন্ত্রী বলেন, লন্ডন থেকে তারেক রহমানের ইশারা-নির্দেশনা মোতাবেক বেগম খালেদা জিয়া সারাদেশে আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করছেন।কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের যেখানে পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা হবে, মানুষের প্রতি নির্যাতন চালানো হবে, তার জন্য খালেদা জিয়াকেই হুকুমের আসামি করা হবে।বিএনপির আন্দোলনকে ইস্যুহীন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে না। তাদের আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য, খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আন্দোলন।তিনি আরো বলেন, বিএনপি আন্দোলনের নামে সারাদেশে মানুষ পুড়িয়ে মারছে। এটাকে আন্দোলন বলে না- এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মণি।আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি, অ্যাডভোকেট সানজিদা খানম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন প্রমুখ।অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।এমএএস/আরআই