ডাকাতদের হামলায় নাটোর পৌরসভার দুই কাউন্সিলরসহ চারজন আহত হয়েছে। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ৬নং ব্রিজে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাটোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ ভুট্টো, মিঠু শাহা, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদ এবং লালবাজার এলাকার সঞ্জয় কুমার।সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে একটি প্রাইভেট কারে বাড়ি ফিরছিল মোস্তাক আহমেদ ভুট্টোসহ চারজন। এ সময় তারা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫ নং ব্রিজের কাছে পৌঁছালে একদল ডাকাত তাদের গতিরোধ করার জন্য রাস্তায় কাটাতার ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই প্রাইভেট কারের দুটি চাকা পাংচার হয়। তখন ডাকাতদল তাদের এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে এবং নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণের চেইন, আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে ডাকাত দল পালিয়ে যায়। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।রেজাউল করিম রেজা/এসএস/এবিএস