দেশজুড়ে

ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়ায় পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্যহাতির আক্রমণে বাছিরাম চাম্বুগং (৬০) নামে এক গারো কৃষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বাকাকুড়া গ্রামের কান্তিরাম সাংমার ছেলে। এসময় বন্যহাতির আক্রমণে একই এলাকার আরো দুইজন আহত এবং একটি গরু মারা গেছে বলে কাংশা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নিশ্চিত করেছেন।চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, সন্ধ্যার পরপরই পাহাড় থেকে নেমে আসা ৬০/৭০টি বন্যহাতির একটি দল বাকাকুড়া এলাকায় নেমে এসে ফসলি জমিতে হানা দেয়। এসময় এলাকার কৃষকরা বন্যহাতির দলকে তাড়াতে যায়। পরে ৬০/৭০টি বন্যহাতির দল লোকালয়ে হানা দেয়। এসময় একটি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাছিরাম চাম্বুগং মারা যায় এবং আরো দুইজন আহত হন। হাতির দলের তাণ্ডব অব্যাহত রয়েছে বলে স্থানীয়রা জানান। উল্লেখ্য, গত একমাসের ব্যবধানে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে এনিয়ে চারজন বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন। হাকিম বাবুল/এআরএ/আরআইপি