ফিচার

রাশিফল : ০৯ ফেব্রুয়ারি

মেষ:  মানসিক উত্তেজনা ও দুশ্চিন্তায় কাজকর্মে বাধা। হঠকারিতা পারিবারিক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে।বৃষ: কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বাড়ার আশঙ্কা। অর্থনৈতিক ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। শল্যচিকিৎসকদের পক্ষে শুভ দিন।মিথুন: সহৃদয় ব্যবহার ও যুক্তিপূর্ণ আলোচনায় সম্পত্তি-সমস্যার মোকাবিলা। দেওয়া-নেওয়াকে ঘিরে নিকটজনের সঙ্গে সম্পর্কের অবনতি। কোনো মূল্যবান দ্রব্যাদি হারানোর আশঙ্কা।কর্কট: হঠকারিতার জেরে ব্যবসায় লোকসানের আশঙ্কা। কর্কশ বাক্যে স্বজনবন্ধুও বিরূপ হতে পারেন। সংক্রমণ ও বাতজ বেদনায় ভোগান্তি।সিংহ: ভালো কাজের প্রতিদানে উপহাস জুটতে পারে। প্রিয়জনের বিয়ে নিয়ে গুরুজনের সঙ্গে মতানৈক্য। সম্পত্তির সংস্কার ঘিরে জ্ঞাতি-পড়শির সঙ্গে বিতণ্ডা।কন্যা: স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগ না-করাই সমীচীন। গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্কঋণ মঞ্জুরের খবর মিলতে পারে। গ্যাসট্রাইটিসে দুর্ভোগ।তুলা: মৌলিক পন্থায় বৈষয়িক সমস্যার সমাধান। মূল্যবান দ্রব্যাদি ও জমির সংরক্ষণে আইনি ব্যবস্থা। কর্ম পরিবর্তনে ভাগ্যোদয়ের যোগ।বৃশ্চিক:  মধুর কথাবার্তায় কর্মস্থলে সমস্যা মিটিয়ে প্রতিপত্তি বৃদ্ধি। স্বজনের অনৈতিক কাজকর্মে সম্পর্কহানির আশঙ্কা। মূত্রাশয়ের সমস্যায় দুর্ভোগ।ধনু:  ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির শুভ দিন। বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা কম। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন।মকর:  পুরনো বিবাদের সন্তোষজনক সমাধান হতে পারে। শত্রুর সঙ্গে সমঝোতায় স্বস্তি। কান, নাক, গলার সমস্যায় দুর্ভোগ।কুম্ভ:  মাত্রাছাড়া আবেগপ্রবণতার মাসুল গুনতে হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে কার্যোদ্ধার। বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।মীন:  কর্মস্থলে দলাদলি ও কূটকচালি থেকে বিপদের আশঙ্কা। উপস্থিতবুদ্ধির সাহায্যে জ্ঞাতিশত্রুর মোকাবিলা করে সম্পত্তি রক্ষা। পেটের গোলমাল বেগ দিতে পারে।এআরএস/এমএস