রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাঠেরপুল এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের পরনে হলুদ রংয়ের গেঞ্জি, নীল জিন্স প্যান্ট ও জলপাই রংয়ের জ্যাকেট রয়েছে। হুমায়ুন কবির বলেন, বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের মরদেহ ঢামেক হাসপাতলের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।বিএ/এমএস