দেশজুড়ে

ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

নাটোরের কানাইখালী এলাকার জনতা ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসায় ইমরান নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ক্লিনিকে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মৃত ইমরান হোসেন নাটোর সদর উপজেলার গুনারি গ্রামের জনি ইসলামের ছেলে।  জনি ইসলাম জানান, প্রস্রাবের রাস্তায় সমস্যা নিয়ে ছেলেকে সোমবার রাতে ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১০টার তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। বেলা ১টার দিকে জানানো হয় জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। পরবর্তীতে ক্লিনিকের অ্যাম্বুলেন্সে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা ইমরানকে মৃত ঘোষণা করেন। পরে অ্যাম্বুলেন্স নিয়ে ক্লিনিকের সংশ্লিষ্টরা পালিয়ে যায়। বিকেলে এ খবর গুনারি গ্রাম ও আশপাশে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে এবং ক্লিনিকটিতে হামলার চেষ্টা চালায়। কিন্তু পুলিশ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।রেজাউল করিম রেজা/এএম/আরআইপি