দেশজুড়ে

নাটোরে ভুয়া কাজির কারাদণ্ড

নাটোরে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতিকালে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ভুয়া কাজিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলার দিয়ারভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক শহরের চকরামপুর এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে এবং বালুচরা জামে মসজিদের ইমাম।ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামন জানান, আবু বক্কর সিদ্দিক কোন রেজিস্ট্রার্ড কাজি নয়। তিনি মোটা অংকের টাকার বিনিময়ে নিয়মিত বাল্যবিয়ে নিবন্ধন করেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিবাহ রেজিস্ট্রারের কপি, একটি বিবাহ রেজিস্ট্রার বই, একটি তালাক রেজিস্ট্রার বইসহ বিপুল পরিমাণ ছবি, বিয়ের কাগজপত্র, এফিডেভিট কপি উদ্ধার করা হয়। পরে আবু বক্কর সিদ্দিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।রেজাউল করিম রেজা/এএম/এবিএস