খেলাধুলা

চায়ের দোকানে ক্রিকেট উন্মাদনা

সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড। শহর থেকে গ্রামঞ্চলে ক্রিকেটপ্রেমী ও ভক্তরা টিভির পর্দায় খেলা দেখতে ব্যস্ত। চায়ের দোকানেও ভিড়। একটানা বাংলাদেশের সপ্তম সিরিজ জয়ের স্বাক্ষী হয়ে চান তারা। তবে মোস্তাফিজুর রহমান খেলতে না পারায় মন খারাপ ভক্তদের!সাতক্ষীরার তালা এলাকার শিবপুর বাজারে চায়ের দোকানে খেলা দেখতে ব্যস্ত একদল ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের উইকেট পতনে হই-হুল্লোড় আর রানের সময় মুখটা ভার-এভাবেই চলছে খেলার মুহূর্তগুলো উপভোগ।ক্রিকেটপ্রেমী মাঝিয়াড়া গ্রামের শামীম হোসেন জাগো নিউজকে বলেন, হারুক আর জিতুক আমরা সবাই বাংলাদেশের সার্পোটার। আশা করছি আমরাই জিতবো। টানা সপ্তম সিরিজের ট্রফিটা আমারাই নেবো।মুকুল সরদার নামের এক মোস্তাফিজ-ভক্ত জানান, কিছুদিন আগে আফগানদের বিপক্ষেও আমারা সিরিজ জিতেছি। তবে আমাদের সাতক্ষীরার মোস্তাফিজ অসুস্থতার জন্য খেলতে পারছে না। এজন্য জয়ের স্বাদটা শতভাগ পাচ্ছি না। এদিকে খেলাকে কেন্দ্র করে চা বিক্রিতে ব্যস্ত দোকানদার সুকুমার পাল। তিনি বলেন, খেলার সময় ভক্তরা দোকানে বসে খেলা দেখেন। খেলা শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবেন না। এর সুবাদে আমার চা-পান বিক্রিটাও ভালো হচ্ছে।আকরামুল ইসলাম/এনইউ/এবিএস