নাটোরের লালপুর থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিনসহ শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নুরুলাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শরিফুল মৃত হারান মোল্লার ছেলে। নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে লালপুর উপজেলার নুরুলাপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একই গ্রামের তৌহিদুল ইসলামের বাড়ি থেকে শরিফুল ইসলামকে অস্ত্রসহ আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তৌহিদুল পালিয়ে যায়। এ ব্যাপরে লালপুর থানায় অস্ত্র আইনে শরিফুলসহ দুই জনের বিরুদ্ধে মালমা দায়ের করা হয়েছে। রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি