দেশজুড়ে

শ্যামনগরে ৫০৪ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে হাজী আকরামের ভাড়া গোডাউন থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের এসআই লুৎফার রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো জব্দ করা হয়েছে। ফেনসিডিলগুলো যারা এনেছিল তাদের বিষয়ে তথ্য রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।আকরামুল ইসলাম/এসএস/পিআর