দেশজুড়ে

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. আকাশ মিয়া (১৫) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার গড়কান্দা এলাকার দুলেন সড়কের পাশে এ ঘটনা ঘটে।আকাশ মিয়া কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ট্রাকের সহকারী হিসেবে কাজ করতো।নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, আকাশ কারকরকান্দি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সম্প্রতি বাবা-মার সঙ্গে রাগ করে দুই মাস ধরে বাড়ি ছেড়ে নালিতাবাড়ী শহরে চলে আসে। এখানে সে ট্রাকের সহকারী হিসেবে কাজ নেয়। শনিবার সকালে গড়কান্দা এলাকার দুলেন সড়কের পাশে যন্ত্রচালিত পাম্প দিয়ে ট্রাক পরিষ্কার করছিল। ট্রাক পরিষ্কার শেষে পাম্প বন্ধ করতে গেলে সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। হাকিম বাবুল/এসএস/আরআইপি