মুখ্যমন্ত্রী পদে বিজেপি’র মনোনীত প্রার্থী কিরণ বেদী দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে হারার পর এ জন্য দলকেই দায়ি করেছেন। ভোটের ফলাফলে আম আদমি পার্টির (এএপি) নিরঙ্কুশ বিজয় নিশ্চিতের পর এক টুইট বার্তায় তিনি বলেন, আমি যদি আমার শতভাগ উজাড় করে না দিতাম তাহলে আমাকে পরাজিত বলা যেত। আমি আমার সম্পূর্ণ (প্রচেষ্টা) দিয়েছি। খবর টাইমস অব ইন্ডিয়া।এর আগে তিনি এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজেপি’র এই বাজে হারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে নিজেকে দায়ী করে টুইট করেন। পরাজয়বরণের পর তিনি নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানান। একই সঙ্গে দিল্লির উন্নয়নে তাকে কাজ করারও আহ্বান জানান কিরণ।উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো দিল্লির মসনদে বসছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১৪ই ফেব্রুয়ারি, শনিবার অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও জি নিউজে প্রকাশিত সর্বশেষ খবরে বলা হয়, বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে এএপি ৬৭টিতে জয়ী হয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছে মাত্র ৩টি আসন। তবে দিল্লির সাবেক শাসক দল কংগ্রেস একটি আসনও পায়নি।৭ ফেব্রুয়ারি, শনিবার দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭০টি আসনে মোট ভোটারের ৬৭ দশমিক ১৪ শতাংশ ভোট দিয়েছেন। নির্বাচনের পর প্রায় সব জরিপে আম আদমি পার্টি (এএপি) এগিয়ে থাকলেও তা মানতে নারাজ ছিল ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।২০১৩ সালের ২৮ ডিসেম্বর দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন কেজরিওয়াল। সে সময় মাত্র ৪৯ দিন ক্ষমতায় থেকে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন তিনি। এ সময়ে নাগরিকদের উন্নয়নে কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আকস্মিক পদত্যাগে লোকজন ক্ষুব্ধ হয়েছিল।এএইচ/আরআই