দেশজুড়ে

শেরপুরে অস্ত্র-গুলিসহ ৩ যুবক আটক

শেরপুরের ঝিনাইগাতী থেকে অস্ত্র ও গুলিসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা। এ সময় ২টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, একটি চাকু, ৮টি মোবাইল ফোন ও সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রোববার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বড় গজনী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বড়গজনী গ্রামের মজুনাথ সাংমার ছেলে পিতর মারাক (২৫), একই গ্রামের মতেন্দ্র সাংমার ছেলে বিপ্লব সাংমা (২৫) ও গাব্রিরেল মারাকের ছেলে বেটিশ বেলি সাংমা (২৩)।জামালপুর ক্যাম্পের লিগ্যাল অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র এএসপি শামীম আরা বেগম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ কমান্ডার লে. কর্নেল শরীফুল ইসলাম ও মেজর জাহাঙ্গীরের নেতৃত্বে রোববার সকালে বড় গজনী টিলাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, একটি চাকু, ৮টি মোবাইল ফোন ও সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এএসপি শামীম আরা বেগম। হাকিম বাবুল/এএম