দেশজুড়ে

শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামে বন্যহাতির আক্রমণে ইয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।এনিয়ে গত ৭ দিনে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্যহাতির আক্রমণে দুই নারীসহ ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালিজুরি এলাকায় রাতে ৫০/৬০টি হাতি নেমে আসলে বৃদ্ধ ইয়ার হোসেন বসতঘর থেকে বের হওয়ার সময় তাদের সামনে পড়েন। এসময় একটি হাতি তাকে শুড় পেঁচিয়ে মাথা পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা জানান, বন্যহাতি ওই এলাকায়ই অবস্থান করছে। সোমবার সকালে প্রায় এক কিলোমিটার দূরে ঝিনাইগাতীর তাওয়াকুচা এলাকায় একটি বন্যহাতি মারা পড়লে হাতির দল উন্মত্ত হয়ে ওঠে।হাকিম বাবুল/বিএ