দেশজুড়ে

তালায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গাজী রবিউল ইসলামের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তালার মহল্লাপাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় মীর ফরহাদ হোসেন জানান, বাড়ির ছাদে কাজ করার সময় তার মাথার সঙ্গে বিদ্যুতের মেইন তারের স্পর্শ লাগে। সেখান থেকে ছিটকে পড়লে অন্যপ্রান্তে ছাদে কাজ করা দুই শ্রমিক বুঝতে পারে। এসময় তারা চিৎকার দিলে অন্যরা এসে রবিউল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করেন।তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।আকরামুল ইসলাম/এফএ/আরআইপি