জাতীয়

বরগুনায় ২ শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি

বরগুনার পায়রা নদীর মোহনায় দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছে। তবে স্থানীয় পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি অস্বীকার করেছে।শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে পায়রা নদীর মোহনায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার তালতলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তলাভাঙা দরবার শরিফের মাহফিলে যোগ দেয়ার উদ্দেশ্যে প্রায় ২ শতাধিক যাত্রী নিয়ে রওনা হয় ট্রলারটি। পথিমধ্যে পায়রা নদীর মোহনায় নলবুনিয়ার চরের কাছে গেলে ট্রলারটি ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ রয়েছে।এআরএস/এমএস