দেশজুড়ে

শিবচরে ইলিশ ধরায় ৯ জেলের দণ্ড

ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীতে রাতভর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড ও এক জেলেকে আর্থিক জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইলিশ মাছ রক্ষায় শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলামের নেতৃত্বে সোমবার রাতভর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইলিশ ধরার অপরাধে ৫টি মাছ ধরা নৌকা থেকে ৯ জেলেকে আটক করে ৮ জনকে ৭ দিন করে কারাদণ্ড ও ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ৫ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয় ও প্রায় ৩০ কেজি মা ও জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, শিবচর থানার এসআই তৌহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি টিম সোমবার রাতভর পদ্মার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করে। পরে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেয়া হয়। আটক জেলেরা হলেন- দুদু মিয়া (২২), মান্নান (৪৫), আলমগীর তালুকদার (৪৭), আজাহার (৪২), ইদ্রিস হাওলাদার (২৭), মান্নান মিয়া (৩০), চানমিয়া (২৩), আব্দুল মালেক (৪০), দেলোয়ার (৩২)। সাজাপ্রাপ্তরা সোমবার রাতে পদ্মা নদীর বিভিন্ন স্থানে ইলিশ শিকারে ছিলেন।শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, ইলিশের এই প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ। তারপরও জেলেরা রাতের আঁধারে মাছ ধরে যাচ্ছে। আমরা মাছ ধরা বন্ধে এ অভিযান পরিচালনা করছি। পুরো মৌসুম জুড়েই আমাদের অভিযান চলবে।নাসিরুল হক/এসএস/এমএস