মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। নিহত নির্মাণ শ্রমিকের নাম আমির হামজা (২৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার চাপাতলী গ্রামের বাবুল মাতব্বরের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মস্তফাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মার্কেটের ছাদে কাজ করছিল ১০-১২জন নির্মাণ শ্রমিক। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে কাজ করা অবস্থায় একটি রডের স্পর্শ লাগলে নির্মাণ শ্রমিক হামজা ও তার এক সহকারী বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতাবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামজাকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াঊল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটির তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।এ কে এম নাসিরুল হক/এএম/এমএস