দেশজুড়ে

বকশীগঞ্জে ১০ টাকা দরের ৬০০ কেজি চাল জব্দ

জামালপুুরের বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ভ্যানভর্তি ৬০০ কেজি চাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চাল ও ভ্যান গাড়িটি থানায় হস্তান্তর করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা মসজিদ মোড় থেকে ভ্যানভর্তি চাল জব্দ করেন বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক। বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার থেকে ভ্যান গাড়ি করে ১১ বস্তা (৬০০ কেজি) চাল পৌর এলাকার কালাম মিয়ার গুদামে নিয়ে যাওয়া হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও আবু হাসান সিদ্দিক উপজেলা মোড়ে ভ্যান গাড়িসহ চালগুলো জব্দ করেন। পরে চালের বস্তাগুলো বকশীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ইউএনও। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। যদি কালোবাজারে বিক্রির ঘটনা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি