মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউপির স্থগিত ৩ কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন জানান, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বাবুল আক্তার নৌকা প্রতীকে ৩ হাজার ৭১২ ভোট পেয়েছেন। তিনি সর্বমোট ৭ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল হাসান (বাদল ফকির) আনারস প্রতীকে পেয়েছেন ৪১২ ভোট। তিনি সর্বমোট পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। এ কে এম নাসিরুল হক/ এমএএস/পিআর