দেশজুড়ে

জামালপুরের ৪ ইউনিয়নে আ.লীগ প্রার্থী বিজয়ী

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন ও মেলান্দহের একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বালিজুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোজাম্মেল হক, চরপাকেরদহ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী তৌফিকুল ইসলাম ও জোড়খালী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ফরিদুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নে আওয়ামী প্রার্থী শফিউল আলম শাহাবুদ্দিন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর মো. কামরুজ্জামান জানান, মাদারগঞ্জের বালিজুড়ি, জোড়খালী ও চরপাকেরদহ ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতায় নির্বাচন স্থগিত ছিল আর প্রথম দফায় সহিংসতার কারণে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দুইটি কেন্দ্রের নির্বাচন স্থগিত ছিল। সোমবার এসব ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। শুভ্র মেহেদী/এআরএ/এবিএস