দেশজুড়ে

ফেনসিডিলসহ অধ্যাপকের ছেলে আটক

মাদারীপুর পৌর এলাকার লেকের পাড় থেকে ৮ বোতল ফেনসিডিলসহ এক সহকারী অধ্যাপকের ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ। এ খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক সাব্বির মোস্তফা মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক জান্নাতুল আরা ফেরদাউস ডালিয়ার ছেলে। মাদারীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে শহরের লেকের পাড় এলাকা থেকে ৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ সাব্বির মোস্তফা (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক সাব্বির শহরের শকুনী এলাকার গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি