হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। প্রতি রাতেই তারা লাঠিসোটা নিয়ে বিভিন্ন গ্রাম পাহারায় নামেন। রাত ১২টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় চলে এই পাহারা।এলাকাবাসী জানায়, সম্প্রতি জেলা শহরের বেশ কয়েকটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রতিটি বাড়ির বাসিন্দাদের মারধর করে সর্বস্ব লুট করে নেয়। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। এসব ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন হয়ে বিভিন্ন এলাকার বাসিন্দারা জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি দেন। শহরের নাতিরাবাদ, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, ইনাতাবাদ, গোসাইপুর, পুরানমুন্সেফীসহ কয়েকটি এলাকায় ডাকাতির বিষয়ে করণীয় নিয়ে সভা করেন স্থানীয়রা। এর পরিপ্রেক্ষিতে এসব এলাকায় ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দিতে শুরু করেন তারা।পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ নূর হোসেন জানান, ডাকাতির ঘটনায় মানুষ প্রতি রাতেই আতঙ্কে থাকেন। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য পাহারার ব্যবস্থা করা হয়েছে। নিজে তো পাহারা দেনই, পাশাপাশি তার ওয়ার্ডের প্রতিটি এলাকার পাহারার বিষয়টি নিজে মনিটরিং করেন বলেও জানান তিনি।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস