জামালপুরের মাদারগঞ্জে আট বছরের ভাগ্নেকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত মামা। রোববার সকাল ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলার পশ্চিম কয়ড়া গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আল-আমীনের শিশুপুত্র শাহীন (৮) মাদারগঞ্জের পশ্চিম কয়ড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত মামা শহীদ ভাগ্নে শাহীনকে উপর্যুপরি দা দিয়ে কুপিয়ে হত্যা করে।মাদারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পরই ঘাতক শহীদকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশু শাহীনের মা মানু বেগম বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।শুভ্র মেহেদী/আরএআর/আরআইপি