দেশজুড়ে

মাদারীপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার আলমগীর খানের বাড়ি থেকে  মজিবুর হাওলাদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো কাজ শেষে রাতে একাই ঘুমিয়ে পড়ে মজিবর। কিন্তু সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির মালিক ডাকা ডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে ঘরের মেঝেতে মজিবর পড়ে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত মজিবর নাটোরের বনপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি উপজেলার মস্তফাপুর এলাকার আলমগীর খানের বাড়িতে ভাড়া থাকতেন এবং একটি কোম্পানিকে কর্মরত ছিলেন।মাদারীপুর সদর থানার এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, ওই যুবকের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্টঅ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।এ কে এম নাসিরুল হক/আরএআর/আরআইপি