কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী ঢাকার একটি সড়ককে ‘একুশে মহাসরণী’ নামকরণ করার জন্য সরকার ও সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানানো হয়েছে জাতীয় প্রেসক্লাব আয়োজিত অমর একুশের অনুষ্ঠান থেকে। শুক্রবার প্রেসক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্ত্য রাখেন- সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক ও যুগ্ম-সম্পাদক ফরিদা ইয়াসমিন সভা পরিচালনা করেন। কবি আল-মুজাহিদী ঢাকার একটি সড়ককে একুশে মহাসরণী নামকরণ করার প্রস্তাব করলে করতালির মাধ্যমে সভা থেকে এ প্রস্তাবকে সমর্থন জানানো হয়।অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হওয়ার জন্য ক্লাব সদস্য কবি শিহাব সরকারকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কে জি মোস্তফা। সম্মানিত অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। তিনি কবিতাও পাঠ করেন। এ ছাড়াও কবিতা পাঠে অংশ নেন কবি আল মুজাহিদী, শিহাব সরকার, আবু সালেহ, মাহমুদ শফিক, আবদুল হাই শিকদার, হাসান হাফিজ, আতাহার খান, মাশুক চৌধুরী, জাহাঙ্গীর ফিরোজ, আহমদ আখতারসহ ক্লাবের ৬০ জন সদস্য কবি।এরপর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি` আমি কি ভুলিতে পারি...’ গানটি ক্লাব সদস্যের ছেলেমেয়েদের পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অংশ নেয় ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনক হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান হাফিজ, নূরুল হাসান খান, শান্তা মারিা ও শামসুদ্দিন আহমেদ চারু।আরএস/পিআর