দেশজুড়ে

পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে স্বর্ণ মন্দির

নিষেধাজ্ঞার নয় মাস পর বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র স্বর্ণ মন্দির বা স্বর্ণ ধাতু জাদি আগামী ১৬ নভেম্বর থেকে খুলে দেয়া হবে।রোববার রাতে বান্দরবানের কেন্দ্রীয় বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উৎসব শেষে মতবিনিময় সভায় স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উপঞঞা জোথ মহাথেরো (উছহলা ভান্তে) এ ঘোষণা দেন।সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা দায়রা জজ শফিকুর রহমান, জেলা প্রশাসক দিলীপকুমার বণিক ও পুলিশ সুপার সঞ্জিতকুমার রায়।জেলা প্রশাসক দিলীপকুমার বণিক বলেন, পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় স্বর্ণ মন্দির। আর ভ্রমণপিপাসুদের কথা চিন্তা করেই পর্যটন কেন্দ্রটি খুলে দেয়ার জন্য অনুরোধ করা হলে গুরুভান্তে সম্মতি জ্ঞাপন করেন।প্রশাসন সূত্রে জানা গেছে, মন্দিরের নিরাপত্তায় পাঁচটি সিসি ক্যামেরা বসানো হবে। এছাড়াও প্রতিষ্ঠানের পবিত্রতা এবং নিরাপত্তায় পাঁচজন পুলিশ সদস্য এ স্থানে নিয়োজিত থাকবেন।এদিকে, মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি বাচ মং মারমা জানান, স্বর্ণ মন্দিরটি পর্যটকদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা হবে। তবে প্রার্থনার জন্য দুপুরে দুই ঘণ্টা বন্ধ থাকবে। প্রসঙ্গত, মন্দিরের পবিত্রতা নষ্ট ও পর্যটকদের হাতে ভক্তদের নানা হয়রানির ঘটনায় মন্দির কর্তৃপক্ষ গত ২০ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। প্রতি বছরই দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে হাজারও পর্যটক দেখতে আসেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য তৈরি করা এই মন্দির।সৈকত দাশ/এফএ/পিআর