বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলোতে কঠিন চীবর দানের পর পিণ্ড দান উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের জাদী পাড়া, উজানী পাড়া, মধ্যমপাড়া ও রাজবাড়ি এলাকায় সারিবদ্ধভাবে প্রায় শত শত বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িকা খালি পায়ে এ পিণ্ড দান অনুষ্ঠানে অংশ নেন। পুণ্য লাভের আশায় শত শত শিশু-কিশোর ও নারী-পুরুষ সারিবদ্ধ ভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষুদের পিণ্ড দানের পাশাপাশি নানা প্রকার মিষ্টান্ন ও খাবার দান করেন। এসময় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পূজা শেষে নগদ অর্থ দান করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পিণ্ড দান উৎসবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ মন্দিরগুলোতে ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এরপর কঠিন চীবর দানউৎসব শেষে পিণ্ড দান উৎসবের আয়োজন করা হয়ে থাকে। সৈকত দাশ/এফএ/পিআর