পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ান রোনালদোর সাবেক প্রেমিকা ইরিনা শায়েকের কথা নিশ্চয় মনে আছে। রাশিয়ান এ মডেল ও অভিনেত্রী বেশ ভাল করেই জানেন কেমন করে ব্রেকআপের দুঃখ ভুলে থাকতে হয়। তাই হয়ত ৮৭তম অস্কারের আসরে প্রায় খোলামেলা হয়ে হাজির হন ইরিনা।ডেইলি মিরর জানায়, ৮৭তম অস্কারের রেড কার্পেটে প্রায় খোলামেলা অবতারে হাজির হন ইরিনা শায়েক। জমকালো পোশাক, হালকা লিপস্টিক ও মেকআপে তার সৌন্দর্য দারুণ ভাবে ফুটে উঠে। রেড কার্পেটে পা রাখার পর থেকেই ক্যামেরার ক্লিক ক্লিক যেন কিছুতেই থামে না।এমএস