আন্তর্জাতিক

সান্ধ্য আইন তুলে নেয়ায় লাইবেরিয়ায় উল্লাস

লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া ইবোলা কারফিউ তুলে নেয়ায় রাতভর গান ও পানোৎসবে মেতে ওঠে। এ উল্লাস সকাল পর্যন্ত চলে বলে জানা গেছে। -খবর এএফপিদীর্ঘ কয়েক মাস ধরে মহামারি ছড়িয়ে পড়ায় সেখানকার জনসাধারণকে বিধিনিষেধের মধ্যে থাকতে হয়েছে। সেখানে হাজার হাজার লোকের প্রাণহানি ও অর্থনীতির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবে চার মিলিয়ন জনসংখ্যার দেশটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সেখানকার সীমান্ত পুনরায় খুলে দেয়া হয়েছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে শুরু করেছে এবং রাতের বেলার বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।লাইবেরিয়া ও প্রতিবেশী গিনি ও সিয়েরালিয়েনে ২০১৩ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৯ হাজার ৫শ’ লোক ইবোলা আক্রান্ত হয়ে মারা গেছে।বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে, জানুয়ারিতে মহামারির কারণে ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (৫ দশমিক ৪ বিলিয়ন ইউরো) পরিমাণ আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। তবে প্রাথমিকভাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির আশংকা করা হয়েছিল।মহামারি তীব্র আকারে ছড়িয়ে পড়ার আশংকায় ৬ আগস্ট থেকে সেখানে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। কিন্তু পরবর্তিতে মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকে। গত শুক্রবার সেখানকার বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়।যুক্তরাষ্ট্র জানিয়েছে, তীব্র অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে প্রেসিডেন্ট ইলেন জনসন সিরলীফ চলতি সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবার সঙ্গে আলোচনার জন্যে সাক্ষাৎ করবে।আরএস/এমএস