জাতীয়

খিলগাঁওয়ে ৮ পেট্রলবোমা উদ্ধার

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৮টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বিকেল সন্ধ্যার দিকে খিলগাঁও গোড়ান এলাকা থেকে পেট্রলবোমা গুলো উদ্ধার করে র‌্যাব-৩ সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অপস অফিসার এএসপি মো. সাইফুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকা থেকে ৮ পেট্রলবোমা উদ্ধার করা হয়। পেট্রলবোমা গুলো রাস্তার পাশে একটি শপিং ব্যাগের ভিতরে ছিল। পরে সেগুলো নিস্ক্রিয় করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে অভিযান চালিয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।জেইউ/আরএস