দেশজুড়ে

নরসিংদীর ডিসির অপসারণ দাবিতে বিক্ষোভ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের অপসারণের দাবিতে ৩য় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।বৃহস্পতিবার দুপুরে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ থেকে জেলা প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবি জানানো হয়। মিছিলের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, মো. আনোয়ার হোসেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক সাহা, করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, করিমপুর ইউপি চেয়ারম্যন হারিস মিয়া, নজরপুর ইউপি চেয়ারম্যান বাদল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসহাক খলিল বাবু ও জেলা যুব মহিলা লীগের সভানেত্রী তৌহিদা সরকার রুনাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের একটি গোপন প্রতিবেদন ফাঁস হয়ে যায়। প্রতিবেদনে নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুসহ একাধিক নেতার বিরুদ্ধে তথ্য উল্লেখ করা হয়েছে। যা প্রশাসনের সঙ্গে জেলা আওয়ামী লীগের বিতর্ক সৃষ্টি করে। এরই জেরে গত ২৭ সেপ্টেম্বর দলীয় সভায় জেলা প্রশাসনের কোনো কার্যক্রমে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর দুদকের গণশুনানিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে এলআর ফান্ড, সরকারি জমি বরাদ্দ ও মায়ের নামে রোকেয়া পদকের নাম প্রস্তাবসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন মেয়র কামরুজ্জামান কামরুল ও আওয়ামী লীগের নেতারা। তবে জেলা প্রশাসক সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ অস্বীকার করে বিষয়টি রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলে অভিহিত করেন। এরই ফলে সর্বশেষ গতকাল রোববার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবি জানায়।তবে এ আন্দোলন জেলা আওয়ামী লীগের নয়। এ আন্দোলন পানিসম্পদপ্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের। এমন দাবি করেছেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া (মোহন)।তিনি বলেন, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান খারাপ প্রকৃতির লোক হলে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করে তাকে সরিয়ে দিলেই হয়। এটা নিয়ে রাস্তায় নামতে হবে কেন? এতে নরসিংদীর বদনাম হচ্ছে। এখানে ভালো মানুষ আসতে চাইবে না। এতে করে জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। বিষয়টি সমাধানের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।সঞ্জিত সাহা/এএম