জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রধান বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে রতন (১৮) নামে বাসের এক হেলপার দগ্ধ হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পৌরসভার আমুট্র এলাকার বাস টার্মিনালে ভোর সাড়ে ৫টায় যাত্রীবাহী বাস দুটিতে হেলপাররা ঘুমিয়ে ছিলেন। এসময় দুর্বৃত্তরা বাসের জানালা ভাংচুর ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে রতন নামে এক হেলপার দগ্ধ হন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোঃ নাজমুল হক জানান, রতনের শরীরের ৮ ভাগ পুড়ে গেছে। তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। আহত রতন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর গ্রামের আজগর আলীর ছেলে। এএইচ/এমএস