মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. মিয়াজান আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও পিরোজপুর গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।এছাড়া সাধারণ সদস্য পদে ২৭ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামানের হাতে তারা মনোনয়নপত্র জমা দেন। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।আসিফ ইকবাল/এএম/পিআর