দেশজুড়ে

হবিগঞ্জে সদস্য পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৯, ১০ ও সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটার, সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিনা আলমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।৯ নং ওয়ার্ডের সদস্য পদে মনোয়নপত্র দাখিল করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুকিত, সাবেক ইউপি চেয়ারম্যান আকরাম আলী, অ্যাডভোকেট শামীম আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাগল, প্রবাসী শেখ রমজান আলী। ১০ নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও আব্দুল জব্বার ফুল মিয়া। এছাড়া সংরক্ষিত ৩ ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোছা. আলেয়া বেগম, সাবেক ইউপি মেম্বার লাকী আক্তার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আক্তার রুকু, মহিলা আওয়ামী লীগ নেত্রী ইসমত আরা জলি, স্কুল শিক্ষিকা তাপসী পুরকায়স্থ, দিলারা আক্তার।নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ৪ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই অনুষ্ঠিত হবে। কামরুজ্জামান আল রিয়াদ/এএম