দেশজুড়ে

সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান রাজার মাঠ এলাকায় এ আয়োজন করা হয়।ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল যোবায়ের সালেহীন, জোন কমান্ডার লে. কর্নেল গোলাম হায়দার মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুণ-অর-রশিদ, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ স্থানীয় জন-প্রতিনিধি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। অনুষ্ঠানে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও এসময় প্রায় ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।সৈকত দাশ/এফএ/এমএস